রুকেন বড়ুয়া:
টানা বর্ষণের কারনে সড়কে গাছ উপড়ে পড়ে এবং পাহাড় ধসে পড়ার কারনে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলে আজ বুধবার সকাল ১১টা থেকে উভয় সড়কে যান চলাচল শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বান্দরবান-চট্টগ্রাম সড়কের মেঘলা এলাকায় গাছ পড়ে এবং পাহাড় ধসে এবং সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার সড়ক পথ পানিতে তলিয়ে যাবার কারনে বান্দরবানের সাথে চট্টগ্রামের এবং বান্দরবান- রাঙামাটি সড়কের পলুপাড়া এলাকায় বন্যার পানিতে ব্রিজ তলিয়ে যাবার কারনে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সকালে বন্যার পানি নেমে যাবার কারনে উভয় সড়কে যান চলাচল শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত তিন দিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে বান্দরবান সদরের মেম্বারপাড়া, মধ্যমপাড়া, ইসলামপুর, বনানীসমিল এলাকা, হাফেজ ঘোনা, আর্মিপাড়া এলাকা ডুবে গেলেও গতরাত থেকে বন্যা মুক্ত হয়ছে বান্দরবানের বিভিন্ন এলাকা। অন্যদিকে থানচি উপজেলার রেমাক্রি , ছোটমদক ও বড়মদক এলাকায় পর্যটকবাহী নৌচলাচল শুরু হয়েছে আজ সকাল থেকে। এই ব্যাপারে বান্দরবান পূরবী পরিবহণ বাস সার্ভিসের ম্যানেজার পরিতোষ দাশ বলেন, সকাল থেকে বান্দরবান চট্টগ্রাম সড়কে যান চলাচল আংশিক চালু হলেও এখন পুরোপুরি চালু করা হয়েছে।