গিয়াস উদ্দিন ভুলু:
টেকনাফে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার পুলিশ বাহিনী। পুলিশের তথ্য সুত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে ঘুর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার অসহায় মানুষের বাড়ী ঘর ভেঙ্গে গিয়ে প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্থ সম্মুখীন হয়। সেই সমস্থ ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার এক মহতি কর্মসূচী হাতে নিয়েছে জেলা পুলিশ বাহিনীর সদস্য।
তথ্য সুত্রে আরো জানা যায়, ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করার বাস্তবায়ন হাতে নেয়। এর মধ্যে কক্সবাজার খুরুষ্কুল ইউনিয়নে ৩০০, পোকখালী ইউনিয়নে ৫০০ ও টেকনাফ সাবরাং ইউনিয়নে ২০০।
২১ জুন দুপুর ২ টায় টেকনাফ মডেল থানা পুলিশ বাহিনীর সহযোগীতায় ক্ষতিগ্রস্থ সাবরাং ইউনিয়ন নুর হোসেনের চেয়ারম্যান সভাপতিত্বে ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রানের প্যাকেট তুলে দেন টেকনাফ থানা পুলিশ সদস্যরা।
এই শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম ডিভিশনের ডিআইজি এস, এম মনির উজ্জামান। কিন্তু প্রধান অতিথির আগমন বাতিল হয়ে যাওয়ায় ত্রান বিতরণ অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন উখিয়া-টেকনাফের এসপি সার্কেল চাইলাউ মারমা, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন খাঁন, কক্সবাজার যুবলীগ নেতা আবুল কালাম, সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান সামশুল আলমসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, কক্সবাজার জেলা পুলিশ বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভুমিকা রাখায় সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন টেকনাফের সচেতনমহল।