আমাদের রামু প্রতিবেদক:
শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় চাঁদাবাজিকালে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। ২৩ জুন শুক্রবার বাদে জুমা সাহিত্যিকা হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বাচাঁ মিয়া ঘোনা এলাকার আকতার কামাল নামে এক যুবক ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় সে তার বাহিনী নিয়ে ব্যবসায়ীদের হামলা চালানোর চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়।
তার বাহিনীর হাতে মসজিদে এতেকাফে থাকা স্থানীয় জমির নামে এক যুবক আহত হয়।
এ ব্যাপারে সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ওই যুবকের নেতৃত্বে মসজিদে মুসল্লী ও এতেকাফে থাকা যুবকের উপর হামলা চালালে আমরা এগিয়ে আসি। পরে জনতা তাকে উত্তম-মধ্যম দিলে সে পালিয়ে যায়।