মো: ইউছুপ মজুমদার :
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকালে স্থানীয় রূপসীপাড়া বাজার প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর কমান্ডার শেখ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান, ছাচিংপ্রু মার্মা, লামা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি বিশ্বজিৎ বড়ুয়া, মটর চালকলীগের সভাপতি মো: সমির, লামা সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউছুপ মুজমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আলম, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশ প্রমুখ ।
রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বাসিদ হোসেন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকার সকল ক্ষেত্রে উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে এই সরকার প্রতিটি জেলা উপজেলায় একটি করে আধুনিক মানের মসজিদ নির্মাণের জন্য সৌদি সরকারের সাথে চুক্তিতে কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই এই মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। বক্তারা পার্বত্য বান্দরবানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর উন্নয়নের নানা দিক তুলে ধরে বলেন, পার্বত্য অঞ্চলে প্রতিটি উন্নয়নে বীর বাহাদুর তথা আওয়ামীলীগের অবদান রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো বীর বাহাদুরকে বিজয়ী করার জন্য সকলকে আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াতুল ইসলাম, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিফাতুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নের্তৃবৃন্দ।
পরে ইফতার ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এছাড়া দেশের অগ্রগতি ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পাঠ করেন রূপসীপাড়া জামে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান। মোনাজাত শেষে প্রায় ৫ শতাধিক রোজাদার মানুষের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।