সুমন বড়ুয়া, কুয়েত থেকে:
ধর্ম যার যার,উৎসব সবার,অস্প্রাদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাক, এই দূঢ় প্রত্যয়ে- প্রতি বছরের ন্যায় এ বছরও কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এস. এম. আবুল কালাম মহোদয়ের বাসভবন “বাংলাদেশ হাউজ” এ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত, মান্যবর রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা
বিনিময় করেন ২৫ জুন রবিবার। শুভেচ্ছা বিনিময় প্রাক্কালে সমিতি,র সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া সম্প্রতি বাংলাদেশ সরকার কতৃর্ক “বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত” নিবন্ধন হয়েছে বলে অবগত করেন মান্যবর রাষ্ট্রদূত কে।
এসময় মান্যবর রাষ্ট্রদূত অন্যন্ত খুশী চিওে বলেন- প্রবাসে সৎভাবে জীবিকা নির্বাহ করতে ও কুয়েতের সরকারের চলমান আইনের প্রতি শ্রন্ধাবোধ রেখে মিলিমিশে সংগঠন পরিচালনা করে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে।
শুভেচ্ছা বিনিময় কালে বাংলাদেশী বৌদ্ধ সমিতির পক্ষে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, সমিতির উপদেষ্টা টিপু বড়ুয়া,উপদেষ্টা উওম বড়ুয়া সভাপতি -অশোক বড়ুয়া, সাঃসম্পাদক -বিনয় প্রসাদ বড়ুয়া, ও বটন বড়ুয়া, বাবুল বড়ুয়া, লিটন বড়ুয়া,রুবেল বড়ুয়া,মন্জন বড়ুয়া, সুভাষ বড়ুয়া,উওম বড়ুয়া(২)চন্দন বড়ুয়া, সজল বড়ুয়া, রয়েল বড়ুয়া প্রমুখ।
পরে মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্যে সবাই মধ্যান্ন ভোজনে অংশ গ্রহন করেন।