সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও ব্লাস্ট কনর্সোটিয়াম এর উদ্যোগে ইউকেএইড, ম্যাক্সওয়েল স্টাম্প পিএলসি ও সিএলএস এর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
রবিবার ২৭ মার্চ সকালে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে বড় বাজারগুলোতে উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সচেতনতামূলক বাজার সভা, ইপসা কর্তৃক গ্রহণকৃত অভিযোগগুলো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে সমাধান করা, উপজেলা নারী উন্নয়ন ফোরামকে আরো সক্রিয় করে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর এ্যাকসেস টু জাষ্টিস প্রকল্পের সঙ্গে যৌথভাবে কাজ করা, দুইমাস পরপর উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সভা আয়োজন সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, উপজেলা সংরক্ষিত সদস্যা আফসানা জেসমিন পপি, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি আঙ্গুর বালা দাস, শিক্ষক প্রতিনিধি ইমারী রাখাইন, ইপসা কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ফর এ্যাকসেস টু জাষ্টিস প্রকল্পের জেলা মনিটরিং এন্ড ডুকুমেন্টেশন অফিসার এ,কে,এম মনিরুল হক ও উপজেলা ম্যানেজার রায়হান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।