সোয়েব সাঈদ:
কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক মো. আবদুল মান্নান, নারায়নগঞ্জ জেলার নির্বাহি ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা ও বিশিষ্ট ছড়াকার কামাল হোসেনের মা উম্মে হালিমা মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫ টা ৩০ মিনিটে ঢাকার টঙ্গী আহছানিয়া মিশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উম্মে হালিমা কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মনির আহমদের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি ২ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য কান্সারে ভূগছিলেন।
মরহুমার জামাতা কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার জানিয়েছেন, আজ (বুধবার) সকালে ১১টায় কাউয়ারখোপ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।