শহিদুল ইসলাম, উখিয়া।
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ২৯ জন অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি জোয়ানরা।
২ এপ্রিল শনিবার সকালে ঘুমধুম ও তুমব্র“ সীমান্তবর্তী বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবি সদস্যরা টহলদান কালে ২৯ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
পরে মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে বলে ১৭ বিজিবির অধিনায়ক লেঃ ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।