আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঝিলংজা ও পিএমখলীতে ত্রান বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, খালি হাতে কেবল ছবি তোলার জন্য কেউ বন্যা দূর্গত এলাকায় যাবেন না। ধানের শীষের নেতারা ক্ষতিগ্রস্তদের ত্রান না দিয়ে কেবল ছবি তোলার জন্য যাচ্ছেন। এমনকি বিগত ৪ বার বন্যায় যারা ভানবাসীদের খবর নেয়নি তারা এখন বন্যা দূর্গত এলাকায় গিছে ছবি তুলে প্রচার করছেন।
সাংসদ কমল বিএনপি নেতাদের কেবল ছবি না তুলে বন্যা দূর্গতদের সাধ্যমত সহায়তা প্রদানের অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি (কমল) একসময় এমপি ছিলেন না, তখন তিনি বন্যায় আক্রান্তদের সরকারের চাইতে বেশী ত্রান সহায়তা দিয়েছিলেন। কখনো খালি হাতে দূর্গত এলাকায় যাননি। তখন বিএনপি নেতা এমপি থাকলেও দূর্গত মানুষের জন্য কোন ত্রান সহায়তা দেননি। তিনি সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষ সবাইকে বানবাসী মানুষকে ত্রান সহায়তা দেয়ার আহবান জানান।
সাংসদ কমল শুক্রবার (৭ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া, বড়ুয়াপাড়া, দরগাহ পাড়া, সুতার চর, মুক্তারকুল, মহুরীপাড়া, পিএমখালী ইউনিয়নের ডিকপাড়া, দক্ষিন ডিকপাড়া, নয়াপাড়া, উত্তর পাতলী, দক্ষিণ পাতলী, কুলারপাড়া সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রান সামগ্রী বিতরণকালে আয়োজিত একাধিক পথসভায় এসব কথা বলেন।
এসময় তার সাথে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
সাংসদ কমল আরো বলেন, বন্যা দূর্গত এলাকায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা ত্রান তৎপরতা চালাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, বেড়িবাঁধ ও অন্যান্য স্থাপনা সংস্কারের জন্য অবিলম্বে উদ্যোগ নেয়া হবে। সেই সাথে আগামীতে বন্যা প্রতিরোধে সরকারিভাবে ব্যাপক উদ্যোগ নেয়া হবে।
সাংসদ কমল সদর উপজেলা ঝিলংজা ও পিএমখালী ইউনিয়নে জরাজীর্ণ ও কাদাযুক্ত দীর্ঘপথ পায়ে হেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি গ্রামে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ, চাল, চিড়া, গুড় বিতরণ করেন। এসময় স্ব স্ব এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।