আলাউদ্দিন, লোহাগাড়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ তজুমন্সীর গ্যারেজ সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেনোয়ারা বেগম (৬০) নামে এক মহিলা পথচারী গুরুত্বর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। আহত সে মল্লিক ছোবাহান হাজির পাড়ার নুরুল হকের স্ত্রী।
৯জুলাই সকাল সাড়ে ১১টায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা কক্সবাজার অভিমুখী সৌদিয়া পরিবহন (চট্টমেট্টো-ব ১১-০২৩৬) গাড়িটি রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার মুহুর্তে উক্ত মহিলাকে জোরে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্হা আশংকাজনক দেখলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উক্ত মহিলার ডান পা গাড়ির চাপায় ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ছেনোয়ারা বেগম তার বাড়ি মল্লিক ছোবাহান হাজির পাড়া হতে বের হয়ে করাইয়ানগর তার বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য তজুমন্সীর গ্যারেজ সংলগ্ন এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল।
এদিকে খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এএসআই মসিউর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।