ক্রীড়া ডেস্ক :
রোববার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হল ভারতের। ২৬ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। লঙ্কানদের বিপক্ষে এই সফরে কোহলি বাহিনী ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। গেল আট বছরে এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত দল।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে আজ রোববার ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ভারতের সিনিয়র দল নির্বাচক কমিটি। টেস্ট দল থেকে বাদ পরেছেন করুন নায়ার। দলে এসেছেন রোহিত শর্মা। সবশেষ ২০১৬ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছেন। করুন নায়ারের পরিবর্তে তাকে দলে স্থান দেওয়া হয়েছে। টেস্ট দলে আবারো ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এবারও অভিষেকের অপেক্ষায় থাকবেন তিনি।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও আভিমানু মুকুন্দ।
তিনটি টেস্ট যথাক্রমে গল, কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে।
সূত্র: রাইজিংবিডি।