আলাউদ্দিন , লোহাগাড়া :
লোহাগাড়া উপজেলা সদরের দয়ার পাড়া এলাকার এনাম (৩২) এক যুবক গত এক বছর ধরে নিখোঁজ বলে সংবাদ পাওয়া গেছে । সে ওই এলাকার মৃত্যু মোজার মিয়ার পুত্র ।
এই ব্যাপারে নিখোঁজের ছোট ভাই আবদুল মন্নান ১৪ জুলাই লোহাগাড়া থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং ৫৭৫ ।
থানার ডায়েরী সূত্রে প্রকাশ নিখোঁজ এনামের একটু মানসিক সমস্যা ছিল। সে মাঝে মধ্যে বাড়ি থেকে কোথাও চলে যায় আবার ফিরে আসেন ।
তবে গত ০৬/০৬/১৬ ইং সকালে বাড়ি থেকে বের হয়ে যায় পরে আর ফিরে আসেননি । এদিকে সে কয়েকদিন বাড়ি ফিরে না আসায় তাদের আত্বীয় স্বজন ও এলাকাসহ অনেক জায়গায় খোঁজাুজির পর তার কোন সন্ধান মিলেনি । নিখোঁজ এনামের সন্ধান চেয়ে তার ছোট ভাই আবদুল মান্নান এই এই ঠিকানায় যোখাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ।
যোগাযোগ ঠিকানা
আবদুল মন্নান
দয়ার পাড়া ,লোহাগাড়া ,চট্টগ্রাম
মোবাইল – 01766-459170
01747-278811
সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেবে বলে জানিয়েছেন ।