আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি বাংলাদেশের ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমে আর্থিক সহায়তার লক্ষ্যে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সাড়াপ্রদান তহবিল (সের্ফ) এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। শুক্রবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত ৫১ হাজার মানুষকে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হলে এই এক মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়। এতে বলা হয়, গত জুন মাসে ভারী বৃষ্টিপাতের কারণে মারাত্মক ভূমিধস ও তীব্র বন্যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ১৬৬ জনের মৃত্যু হয় এবং বহুসংখ্যক মানুষ আহত হন।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক এ ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বহু মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় সংঘটিত এ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সের্ফ তহবিলের এ অর্থ প্রয়োজনের কিছু অংশ মেটাবে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের তিনটি সংস্থ ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউনিসেফ’র মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন।