আমাদের রামু প্রতিবেদক:
রামু থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা আমাদের রামু ডটকম ফেসবুক পেইজের লাইক ২০,০০০ ছাড়িয়েছে। গত ১৬ জুলাই আমাদের রামু ডটকমের ফেসবুক পেইজে দেখা যায় এর লাইক সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেছে।
আমাদের রামু ডটকমের অনেক পাঠক এবং শুভানুধ্যায়ী এতে আমাদের রামু ডটকমের কাছে তাদের অনুভূতি এবং আনন্দ প্রকাশ করতেও দেখা গেছে।
অনেক পাঠক মনে করেন তারা আমাদের রামু ডটকমের মাধ্যমে তাদের প্রয়োজনীয় অনেক খবর দেশ বিদেশের বিভিন্ন স্থানে থেকেও তারা নিয়মিত পাচ্ছেন। এতে তারা খুব খুশি এবং সন্তুষ্ট। তারা আগামীতেও আমাদের রামু ডটকম থেকে আরো বেশি কিছু প্রত্যাশা করেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে আমাদের রামু ডটকমের সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, ‘আমাদের চেষ্টার কোন ঘাটতি আমরা রাখছি না। পাঠকের প্রত্যাশা পুরণে আমাদের রামু ডটকম সর্বদা সচেষ্ট আছে’। তিনি এতে সবার সহযোগিতাও কামনা করেন।