সোয়েব সাঈদ:
রামুতে নুর নাহার বেগম (৬৫) নামের এক মহিলা নিখোঁজ হয়েছেন। মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধা বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীরপাড়াস্থ জামাতা টিপু সুলতান চৌধুরীর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
বিশিষ্ট ব্যবসায়ি ও বিএনপি নেতা টিপু সুলতান চৌধুরী জানিয়েছেন, নিখোঁজ শ্বাশুড়ি নুর নাহার বেগম সদর উপজেলার ঈদগাও এর শহীদ জয়নালের মা। ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হন। একারনে দীর্ঘদিন তিনি তাঁর (টিপু সুলতান) বাড়িতে থাকতেন।
নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার রাত পর্যন্ত তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। এমনকি রাতে তাঁর সন্ধান চেয়ে বিভিন্নস্থানে মাইকেও প্রচারনা চালানো হয়। নিখোঁজ হওয়ার সময় নুর নাহার বেগমের পরনে সবুজ রংয়ের মেক্সি ও কালো রংয়ের হিজাব ছিলো।
বর্তমান পরিবারের সদস্যরা তাঁর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নুর নাহার বেগমের সন্ধান পেলে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ-টিপু সুলতান চৌধুরী, রামু লাইন মিনিবাস অফিস, চৌমুহনী, রামু, কক্সবাজার। মোবাইল ফোন নং ০১৮১৯-৬৩৬৫৯৬।