আলাউদ্দিন, লোহাগাড়া:
বান্দরবান সরকার কলেজের বিবিএ (ব্যবস্থাপনা) ৩য় বর্ষের ছাত্র ও লোহাগাড়া উপজেলা সদরের উজিরভিটার (হামমোয়া সিকদার বাড়ি) তৈয়বুল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছেন।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪র্থ বারের মতো কেমোথেরাফি নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন।
ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসা ব্যয়বহুল এবং প্রচুর অর্থের প্রয়োজন। ইতোমধ্যে ধার-দেনা ও আত্মীয়-স্বজনদের কাছে থেকে নিয়ে সন্তানের চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লাখ টাকা খরচ করেছেন।
৩ ভাইয়ের মধ্যে তৈয়বুল ইসলাম সবার বড়, মেঝ ভাই উচ্চ মাধ্যমিক ফল প্রার্থী ও ছোট ভাই টাকার অভাবে এইচএসসিতে ভর্তি হতে পারেনি।
সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান, উদার ও হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন তার মা মঞ্জুরা বেগম।
আবদুস সাত্তার (তৈয়বুল ইসলামের মামা) বিকাশ নং- ০১৮১৮-৬১৫০২২, তৈয়বুল ইসলাম (রুগি) বিকাশ নং- ০১৮৪৯-৯১৮৩৩০। আবদুস সাত্তার, হিসাব নং- ১৪৬১৫১১৫৯৫৮, ডাচ বাংলা ব্যাংক, লোহাগাড়া শাখা, চট্টগ্রাম।