সোয়েব সাঈদ:
রামুর রাজারকুলে পাঞ্জেখানা ফুটবললীগের ৬ষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান একাদশ। গতকাল শুক্রবার (২১ জুলাই) বিকালে রাজারকুল ছাগলিয়াকাটা মাঠে অনুষ্ঠিত খেলায় তারা আবাহনী খেলোয়াড় একাদশকে ৩-১গোলে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।
তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে দেশের সুনাম বৃদ্ধি করতে হলে গ্রামীন পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন বেশী করা প্রয়োজন। ক্রীড়াচর্চার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্বব। সরকার ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। দেশকে এগিয়ে নিতে হলে আগামীতে আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকারকে পূনরায় ক্ষমতায় আনতে হবে।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। আগামীতে নৌকা প্রতীককে বিজয়ী করে রামু-কক্সবাজার তথা কক্সবাজারবাসীর উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পিকেসি ক্রীড়া সংস্থা আয়োজিত এ টূর্ণামেন্টের ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ হাসেম, নুরুল আলম, সাংবাদিক সোয়েব সাঈদ, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, ব্যবসায়ি মনজুর আলম, রামকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুল হক, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সরওয়ার কামাল, শিক্ষক নজিবুল আলম।
আরো বক্তব্য রাখেন, পিকেসি ক্রীড়া সংস্থার সভাপতি মুজিবুল আলম, সাধারণ সম্পাদক দানু মিয়া, অর্থ সম্পাদক মনজুর আলম, সদস্য রায়হান নেওয়াজ, আমান উল্লাহ প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন, শফিউল আলম।
এরআগে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করার জন্য মাঠে বিপুল দর্শক সমাগম হয়। এতে মোহামেডান দলের সিরাজ সেরা খেলোয়াড়, দানু সর্বোচ্চ গোলদাতা, আবাহনী দলের তৈয়ব সেরা গোলরক্ষকের পুরস্কার পান। খেলায় রেফারি ছিলেন, কামাল। সহকারি রেফারি ছিলেন, মেহেদী ও মাহমুদুর রহমান। উল্লেখ্য ঘরোয়া এ ফুটবলী লীগে ৪টি দল অংশ নেয়।