নঈম আল ইস্পাহান, রামু।
হঠাৎ একদিন তোমাকে দেখেছিলাম,
নীল জোছনার রাত্রিতে নয়
কোন এক বর্ষার বিকেলে,
মেঠো পথ ছিলনা
জনকোলাহলে ভরা রাজপথে
সেদিন বৃষ্টিও ছিলনা।
কিন্তু আকাশ ছিল মেঘলা।
আর আমার মনের আকাশ!
ভালোবাসার প্রথম বৃষ্টির এক পশলা
আমাকে ভিঁজিয়ে দিল,
এক পলক চাহনি তোমার
অল্প সময় চোখাচোখি,
বৃষ্টিকন্যা,অনেক ভালবাসি তোমায়,
আমি তোমায় বড্ড ভালবাসি!