সময় তোমার আমার
সময় তোমার,আমার
দুজনকে,দুজন ভালোবাসার।
সময় পাশাপাশি থাকার,
মিষ্টি প্রণয় বার,বার।
সময় বিরতিহীন তোমাকে দেখার
অপরূপ তোমাতে মুগ্ধ হবার।
কপোলে ছোট্র লাল টিপ তোমার
এলোমেলো চুলে দাম্ভিকতার প্রহার
সময় হৃদয়ে কাঁপুনি ধরার
সামান্য মৃদু স্পর্শে কাতরতার।
তুমি আমার,শুধুই আমার;
কাটুক যুগের পর যুগ হাজার!