হাফিজুল ইসলাম চৌধুরীঃ
নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে শনিবার ২৩ এপ্রিল সকাল আটটায় এ দুই ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। তৃণমূল পর্যায়ের এই নির্বাচনকে ঘিরে এলাকায় ছিলো উৎসবের আমেজ। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়।
নির্বাচন চলাকালীন দুপুরে দোছড়ির ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছাড়া আর কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা।
তিনি শনিবার রাত দশটায় বলেন, সব মিলিয়ে ভোট খুবই অবাধ ও সুষ্ঠু হয়েছে।
এদিকে এ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত দোছড়ি ও বাইশারী ইউনিয়নে নৌকার পাল তুললো আলহাজ্ব হাবিবুল্লাহ ও মোহাম্মদ আলম।
বেসরকারি ফলাফলে জানা গেছে, দোছড়িতে ৮টি কেন্দ্রে আওয়ামীলীগের হাবিবুল্লাহ পেয়েছেন ১৭৬৩ ভোট। বিএনপির আবদুর রশিদ পেয়েছেন ১৩৩২ ভোট।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহিরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৩৭২ ভোট) ভোট গ্রহণ স্থগিত থাকার পরও হিসাব নিকাশে বেসরকারিভাবে বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাবিবুল্লাহ।
বাইশারীতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল হককে পরাজিত করে জয়ী হয়েছেন তরুণ রাজনীতিক মোহাম্মদ আলম।
এই ইউনিয়নের নয়টি কেন্দ্র মিলিয়ে আলম পেয়েছেন ৪১০৫ ভোট। আর মনিরুল হক পেয়েছেন ২৭৭৯ ভোট।
অন্যদিকে দোছড়ি ইউপির ১ নং সাধারণ সদস্য পদে টানা ৬ষ্ঠ বারের মত নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন তালা প্রতীকের নুরুল ইসলাম।
এই ওয়ার্ডে নুরুল ইসলাম পেয়েছেন ৩১৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রাথী জালাল আহমদ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৪ ভোট।
এদিকে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা গেছে, বাইশারী ইউপিতে ১ নং সংরক্ষিত নারী আসনে মাইক প্রতীকের রাজিয়া বেগম, ২ নং সংরক্ষিত নারী আসনে মাইক প্রতীকের সেলিনা বেবী, ৩ নং সংরক্ষীত নারী আসনে সূর্যমূখী প্রতীকের সাবেকুন্নাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই ইউনিয়নে ১ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের আনোয়ার, ২ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের সাহাব উদ্দিন, ৩ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের আবুল হোছেন, ৪ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের আনোয়ার সাদেক, ৫ নং সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকের মাহাম্মদ আজিম, ৬ নং সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকের মাষ্টার থোয়াইচালাহ চাক, ৭ নং সাধারণ সদস্য পদে আপেল প্রতীকের নুরুল আজিম, ৮ নং সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকের আবদুর রহিম ও ৯ নং সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকের আবু তাহের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ আমাদের রামু ডটকমকে বলেন, একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় চেয়ারম্যান, একজন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত নারী আসনের সদস্যকে জয়ী ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তবে বর্তমান ফলাফলে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুল্লাহ এগিয়ে আছেন।
তিনি জানান, ১ নং সংরক্ষিত নারী আসনে মাইক প্রতীকের রেহেনা গেগম, ২ নং সংরক্ষিত নারী আসনে সূর্যমুখী প্রতীকের মুশফেকা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ১ নং সাধারণ সদস্য পদে তালা প্রতীকের নুরুল ইসলাম, ২ নং সাধারণ সদস্য পদে তালা প্রতীকের নুরুল আলম, ৩ নং সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকের থোয়াইচিং চাক, ৪ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের মোহাম্মদ ইমরান, ৫ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের দিল মোহাম্মদ, ৬ নং সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের জমির হোসেন, ৮ নং সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকের শফিকুর রহমান ও ৯ নং সাধারণ সদস্য পদে তালা প্রতীকের পাইংপিয় ম্রো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।