টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে বিশ্ব ম্যালেরিয়া প্রতিরোধ দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায়, হিতৈষী বাংলাদেশ ও ব্রাকের আয়োজনে, বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০১৬ পালিত হয়।
“সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়া প্রতিরোধে এগিয়ে আসুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ এপ্রিল সকাল ৯টায় একটি র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ম্যালেরিয়া প্রতিরোধসহ আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। সভায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ অফিসের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় ও টেকনাফ পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্র“তিপূর্ণ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আতাউর রহমান ও বিশেষ অতিথি ছিলেন রেডিও নাফের ম্যানেজার মো. সিদ্দিক হোসেন।
বক্তারা বলেন, ম্যালেরিয়া থেকে বাচঁতে হলে নিজেকে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করে তুলতে হবে। সর্বস্তরের জনগণের ম্যালেরিয়া নির্মূলের লক্ষে ম্যালেরিয়া প্রবণ জেলা গুলোতে ম্যালেরিয়ার প্রকোপ ৮০ শতাংশ কমিয়ে আনা ও ম্যালেরিয়া জনিত মৃত্যুর সংখ্যা শূন্যের কাছাকাছি নামিয়ে আনায় হচ্ছে আমাদের মূল লক্ষ্য।