শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতারসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় অভিভাবক, সুশীল সমাজ, প্রাক্তন ছাত্ররা রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চট্টগ্রামস্থ উখিয়ার কুতুপালং ছাত্র পরিষদ নেতৃবৃন্দরা।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, উখিয়া উপজেলার কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুমঝুম নাহার বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম জন্ম দিয়েছে।
সর্বশেষ গত ৭ এপ্রিল বিদ্যালয়ের আঙ্গিনায় শোভাবর্ধনকারী অর্ধশত বছরের পুরনো ৩টি ইউক্যালিপটাস গাছ মাত্র সাড়ে ৩ হাজার টাকায় একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে বিক্রি করে দিয়েছে। যাহা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত পর ৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ ঘটনাস্থল (বিদ্যালয় প্রাঙ্গন) পরিদর্শন করে সত্যতা পান।
ইউএনও’র নির্দেশে ওইদিন প্রধান শিক্ষিকাকে শোকজের নোটিশ প্রদান করে সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমদ। শোকজের জবাব যথাযথ না হওয়ায় পরবর্তীতে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামীম ভূঁইয়া কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট তার অভিযোগপত্র প্রেরণ করেন। কিন্তু আদৌ পর্যন্ত প্রধান শিক্ষিকা উক্ত কর্মস্থলে বহাল রয়েছে। তাকে দ্রুত অন্যত্রে বদলি সহ আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জর্জকোটের সিনিয়র আইনজীবি এডভোকেট ছমি উদ্দিন, বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে পলাশ বড়ুয়া, ওবাইদুল হক, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শাহরিয়ার ও তোফায়েল আহমদ প্রমূখ।
মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল্লাহ’র নিকট স্বারকলিপি প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানিয়েছেন।