শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ার পূর্ব দরগাহ বিল তুলাতুলি এলাকায় সন্ত্রাসীদের তান্ডবে বাগানে রোপিত বাঁশ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অর্ধ লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে আয়েশা বেগম বাদী হয়ে উখিয়া থানায় ৫ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।
দায়েরকৃত অভিযোগে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল তুলাতুলি গ্রামের আবুল কালামের স্ত্রী আয়েশা বেগম দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। গত ২২ এপ্রিল সকাল ১১ টার দিকে একই এলাকার সন্ত্রাসী ফরিদুল আলম এর ছেলে মোঃ ইব্রাহিম ও আবদুল করিম সহ ৪/৫ জন দুর্বত্তরা বসত বাড়ি সংলগ্ন বাশ বাগানে ঢুকে এলোপাতাড়ী ভাবে কাটতে থাকেন। এ সময় বাঁধা দিতে আসলে দূর্বত্তরা আয়েশা বেগমের উপর হামলা চালায়।
পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহত আয়েশা বেগমকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে।
উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।