হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর গর্জনিয়া ইউনিয়নের আমির মোহাম্মদ চৌধুরী বাচ্চু চত্তরে (বটতলি) অবস্থিত গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
২৯ এপ্রিল পবিত্র জুমার নামাজ আদায় শেষে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
আল নজির ফাউন্ডেশনের সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় এ দ্বিতল ভবন নির্মিত হচ্ছে।
উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান ও আল নজির ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মাহমদুল হাছান।
এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী, সামাজিক উদ্যোক্তা শাহারীয়ার ওয়াহেদ, কচ্ছপিয়া ইউনিয়ন বন্ধু মহলের সভাপতি তৈয়ব উল্লাহ, অত্র মসজিদের খতিব মাওলানা নূর আহমদ, সমাজসেবক হাজী আমানুল হক, হাছন আলী সওদাগর, বদরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, ঠিকাদার আবদুল্লাহ প্রমূখ।