নিজস্ব প্রতিবেদকঃ
রামুর সাবেক ফুটবলার আলহাজ¦ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার, ২ মে সকাল ৮টা ২০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আলহাজ¦ নুরুল ইসলাম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর মেরংলোয়া এলাকার মরহুম আলহাজ¦ সুলতান আহমদের ছেলে, বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক বশিরুল ইসলামের বড় ভাই ও চিত্রশিল্পী রেফাইতুল মান্নানের পিতা। তিনি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭০ ব্যাচের ছাত্র।
সোমবার বিকাল সাড়ে ৫টায় রামু হাসপাতাল পাড়া ফকিরামুরা জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
নামাজে জানাযায় ইমামতি করেন, মাষ্টার নুরুল ইসলাম। নামাজে জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দোয়া মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, মরহুমের ছোট ভাই বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, ভগ্নিপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার সভাপতি হাফেজ আহমদ।
সাবেক ফুটবলার আলহাজ¦ নুরুল ইসলামের ছেলে চিত্রশিল্পী রেফাইতুল মান্নান জানান, সোমবার সকালে হঠাৎ তাঁর পিতা অসুস্থ হয়ে পড়লে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাসেবা প্রদানের কিছুক্ষণ পর তাঁর পিতা (আলহাজ¦ নুরুল ইসলাম) মারা যান।
এদিকে সাবেক ফুটবলার আলহাজ¦ নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচ শিক্ষার্থীদের সংগঠন ‘খিজারীয়ান-৮৬’।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাব :
রামু উপজেলার ফুটবল ক্রীড়াঙ্গনের অভিভাবক সাবেক ফুটবলার আলহাজ¦ নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, মোহাম্মদ নবু আলম, মোহাম্মদ হোসাইন সানি, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ শহীদ, অর্থ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য বদরুল হুদা, অমিত বড়ুয়া, সজল বড়ুয়া, তরুপ বড়ুয়া, মুরাদ সুলতান, রিটু বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার প্রমুখ।
খিজারীয়ান ৮৬ :
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী কন্ঠশিল্পী গোলাম মোস্তফা বাবুলের বড় ভাই আলহাজ¦ নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ‘খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দ।
শোক জানিয়েছেন, খিজারীয়ান ৮৬’র সদস্য কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, লোহাগাড়া আলহাজ¦ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আকতার কামাল, চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খিজারীয়ান ৮৬’র সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রূপন শর্মা, খিজারীয়ান ৮৬’র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, রাজনীতিক ও সমাজকর্মী জহির উদ্দিন কাজল, ক্রীড়া সংগঠক প্রবাল বড়ুয়া নিশান, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্যাশিয়ার বিপন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন বড়ুয়া ও মো. সাহাব উদ্দিন, শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, বৃক্ষ গবেষক কিশোর কুমার বৈদ্য ময়না, ব্যবসায়ী ফজলুল করিম, শফিউল আমিন, মো. শফি উল্লাহ, হাছান আজীজ ও মুবিনুল হক সহ খিজারীয়ান ৮৬’র সদস্য বৃন্দ।