দর্পণ বড়ুয়াঃ
কেউ আসে খালি হাতে
কেউ আসে পূর্ণ
কারো আশা ভাষা পেলো
কারো আশা চূর্ণ।
কারো খুব লাভ হল
কারো হল ক্ষতিটা
কারো বাড়ে টেনশন
কারো বাড়ে গতিটা।
ঢাকা আর থাকা নয়
ফিরে চল বাড়িতে
এতদিনে অনেকের
চাল নেই হাড়িতে।
চাল কেনো, ডাল কেনো
ছাড়ো বাজে চিন্তা
সংসারে সুখী হয়ে
সুখে কাটো দিনটা।
মাথা থেকে ফেলে দাও
ভোটের ওই ভুতটা
বের করো কোন্খানে
রয়ে গেছে খুঁতটা।