রাহুল বিশ্বাস, বান্দরবান সদর :
বান্দরবানে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে প্রতিমা রানী দাশ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কালাঘাটা এলাকার বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর রাত থেকে ভারী বর্ষন হচ্ছে। ভারী বর্ষনের ফলে পাহাড়ের মাটি ধ্বসে বাড়ীর উপর পড়লে এতে বাড়ীতে থাকা প্রতিমা রানী দাশ মাটি চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট কর্মী ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান, বান্দরবানের কালাঘাটা এলাকায় পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যে,পাহাড় ধ্বসে প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ শহর ও উপজেলায় মাইকিং করছে। ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আসলাম হোসেন।