অনলাইন ডেস্কঃ
জাতীয় প্রেসক্লাবের সামনে পণ্ড হয়ে যাওয়া অভিভাবকদের সমাবেশ পুনরায় আহ্বান করা হয়েছে। আগামী শুক্রবার ( ৬ জুলাই) বিকাল ৪টায় এ সমাবেশ হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এর আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হাসনাত করিম। তিনি বলেন, ‘আমরা আমাদের পণ্ড হওয়া সমাবেশের পুনরায় ডাক দিয়েছি। শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে।’
এর আগে মঙ্গলবার (৩ জুন) বিকালে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে অভিভাবকদের ডাকা সমাবেশ করতে দেয়নি পুলিশ। এসময় প্রেসক্লাবের সামনে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ এবং সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহকে আটক করা হয়। যদিও পুলিশের দাবি, অধ্যাপক রেহনুমা আহমেদকে আটক করা হয়নি। ছাত্রনেতা বাকি বিল্লাহকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘রেহনুমা আহমেদকে আটক করা হয়নি। তিনি প্রেসক্লাবের সামনেই আছেন। আর বাকি বিল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে।’
সমাবেশস্থলে অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশি লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ করেছেন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন