ডেস্ক রিপোর্টঃ
বৌদ্ধ ধর্মের অহিংস নীতির প্রবক্তা মহাকারুণিক তথাগত গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত মাহেন্দ্রক্ষণটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই পূর্ণিমাটি খুবই গুরুত্বপূর্ণ ।ওয়াশিংটন ডি.সি’র হোয়াইট হাউস থেকে গত ২৯ এপ্রিল ২০১৬ ইং,রোজ শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুদ্ধ পূর্নিমা / Vesak Day উপলক্ষে একটি শুভেচ্ছা বাণী প্রদান করেন।