ঃ
বাংলাদেশের মর্যাদা সবসময়ই উঁচুতে দেখতে চান ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন আইপিএল-এ সানরাইজার্সের হয়ে আলো ছড়ানো তরুণ এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘আমি সব সময়ই চাই আমার দেশের মাথা যেনো উঁচুতে থাকে। সেটা ক্রিকেটই হোক বা অন্য যে কোনও খেলাতেই হোক।’
সাক্ষাৎকারে প্রসঙ্গ এসেছে মুস্তাফিজের বড় ভাই মোখলেসুর রহমানকে নিয়েও। তার বড় ভাই মোখলেসুর রহমান গ্রামে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন। পুরো গ্রামের মানুষ প্রজেক্টরে বড় পর্দার সামনে বসে মুস্তাফিজের খেলা দেখেন। এ প্রসঙ্গে ফোনে কথা বলতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘ ব্যাপারটা দারুণ লাগে। যখন গ্রামের মানুষ আমার খেলা দেখে আর বলে-আমরা তোমার খেলা আজ দেখছি বা দেখেছি। এগুলো শুনে ভালোই লাগে।’
তারকা বনে যাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের অনেক চিঠি পান মুস্তাফিজ। কিন্তু সে চিঠি একটিও পৌঁছায়না মুস্তাফিজের কাছে! অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন মুস্তাফিজের বাবা মোহাম্মদ আবুল কাশেম। তিনি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছেন মুস্তাফিজের নামে আসা চিঠি বা পোস্টকার্ডগুলো যেন তাদের বাড়িতে না পৌঁছায়। যাতে এসব চিঠিপত্র দেখে মুস্তাফিজের মনোযোগ অন্যদিকে সরে না যায়। এ প্রসঙ্গে মুস্তাফিজের বাবা বলেছেন, ‘ ও আসলে এখনও অনেক ছোট। খেলার উন্নতিতে ওর মনোযোগ প্রয়োজন।’
বাংলাট্রিবিউন