খালেদ শহীদ, রামুঃ
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার (১৫ জুলাই) সকাল সাড়ে সাতটায় কক্সবাজার শহরের টেকপাড়া পুরাতন ম্যালেরিয়া অফিস রোড়স্থ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী স্বাধীনতাপূর্ব সাবেক প্রাদেশিক সদস্য কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মরহুম জাফর আলম চৌধুরী’র ছোট ছেলে, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম চৌধুরীর ছোট ভাই। তিনি বিগত একমাস যাবত শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন বলে জানিয়েছেন, মরহুমের ভাইপো রামু কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলওয়ার উল আলম চৌধুরী। মরহুম মনিরুল আলম চৌধুরী ১৯৭৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পাঁচবার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
রোববার যোহরের নামাজের পর কক্সবাজার শহরস্থ বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরা মুরা এলাকার দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।