লাইফস্টাইল ডেস্কঃ
আয়ুর্বেদিক শাস্ত্রে প্রাচীনকাল থেকেই ঔষধি গাছ হিসেবে পরিচিত নিম। তবে শুধু ত্বকে নয় চুলের যত্নেও নিমপাতা উপকারী।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে নিমপাতার তেল তৈরির পদ্ধতি এখানে দেওয়া হল।
প্রস্তুতি
একগুচ্ছ নিমপাতা মিহিভাবে বেটে নিন।
আধ কাপ নারিকেল তেলে বাটা-নিমপাতা দিয়ে গরম করে নিন।
তেলে তিন টেবিল-চামচ মেথিবীজ দিয়ে আরও পাঁচ মিনিট মৃদু তাপে রেখে দিন।
তারপর তেল নামিয়ে ঠাণ্ডা হওয়ার জন্য রাখুন। এতে তেল ও বাড়তি উপাদান আলাদা হয়ে যাবে।
তেল আলাদা করে তা একটি পাত্রে সংরক্ষণ করুন। এটা ব্যবহার উপযোগী তেল।
উপকারিতা
– মাথার ত্বকের যে কোনো ক্ষতি পূরণ করতে নিমতেল সাহায্য করে। অর্থাৎ মাথার ত্বকের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে নিমতেল ব্যবহার করুন।
– নিমতেলে নিরাময়কারী উপাদান মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানি দূর করতে সাহায্য করে।
– এছাড়াও এই তেল মাথার ত্বকের যে কোনো ‘মাইক্রোবায়াল’ সংক্রমণ দূর করতে সহায়তা করে।
সূত্রঃ বিডিনিউজ