আব্দুল কুদ্দুস রানা, মদিনা থেকেঃ
মদিনায় বাঙালী খাবার বৃহস্পতিবার সকালে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলাম। তারপর নবী করিম (স:) রওজা শরীফ জিয়ারত করে সকলের জন্য মঙ্গল প্রার্থনা এবং মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে গিয়ে মোনাজাত শেষ করলাম। সঙ্গে আছেন আডভোকেট আয়াছুর রহমান।
সকাল সাডে সাতটার দিকে নাস্তা করতে গেলাম মসজিদে নববীর পাশের দোকান জমজম হোটেলে।
বুধবার বিকালে মসজিদে নববীর পাশে ঢাকা হোটেলে গিয়ে খেলাম কক্সবাজারের চনা পিয়াজু। চারজন খেয়ে দাম দিতে হল ১৭ রিয়াল। বাংলাদেশী ৩৫০ টাকা। আয়াছ ভাই বললেন এই চনাপিয়াজু কক্সবাজার হলে ৭০-১০০ টাকা হত।
সকালে মসজিদে নববীর পাশে একটি খাবারের দোকানে গিয়ে আমি আর আয়াছুর রহমান ভাই চিকেন বার্গার খেলাম। দাম দিতে হল ৪০০ টাকা।
কক্সবাজার হজ কাফেলা ও কক্সবাজার টুরস আ্যন্ড ট্রাভেলস এর মালিক তোফাইল উদ্দিন চৌধুরি বললেন, আল্লার নামে খেলে সবকিছুতেই বরকত। তিনি তাজা ফলমুল খাওয়ারও পরামর্শ দিলেন । তারপর নগদ রিয়াল দিয়ে কেনা হল নতুন কিছু ফলমুল। সত্যি অন্যরকম ফল ।
লেখক : বিশিষ্ঠ সাংবাদিক ও নিজস্ব প্রতিবেদক প্রথম আলো, কক্সবাজার।