টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে মালিকবিহীন ১লক্ষ ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে জানান, ৬ মে শুক্রবার ভোর রাত ৩টার দিকে তার নেতৃত্বে টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় পাচারকারিরা বিজিবি উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
অপরদিকে, একইদিন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বিওপির বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আরো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে যার আনুমানিক মুল্য ৩ কোটি ৯ লক্ষ টাকা।