প্রেস বিজ্ঞপ্তিঃ
৭ মে রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কক্সবাজার পৌরসভার বাহারছড়া বৌদ্ধ বিহার চত্বরে শুভ বুদ্ধ পুর্ণিমা উদযাপন উপলক্ষে শ্রীমৎ জ্ঞানপ্রিয় ভিক্ষুর সভাপতিত্বে ও স্বপন বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীমৎ শীলমিত্র স্থবির, প্রজ্ঞাপাল ভিক্ষু, করুণাপ্রিয় ভিক্ষু, বাদল বড়ুয়া, এডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়া, এডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, নিরঞ্জন বড়ুয়া, মিন্টু বড়ুয়া, শশী বড়ুয়া প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য উপদেষ্টা কমিটি ও ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা যথাক্রমে:
শ্রীমৎ জ্ঞানপ্রিয় স্থবির, শ্রীমৎ শীলমিত্র স্থবির, শ্রীমৎ সুগত প্রিয় ভিক্ষু, শ্রীমৎ প্রজ্ঞাপাল ভিক্ষু, শ্রীমৎ করুণাপ্রিয় ভিক্ষু, শ্রীমৎ রত্নাপ্রিয় ভিক্ষু, সাবেক এম.পি অধ্যাপিকা এথিন রাখাইন, ডাঃ মায়েনু, বাবু বাদল চন্দ্র বড়ুয়া, এডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়া, এডভোকেট সুনিল কান্তি বড়ুয়া, বাবু নিরঞ্জন বড়ুয়া, বাবু বোধিমিত্র বড়ুয়া, বাবু শুভধন বড়ুয়া মহাজন, বাবু দিপংকর বড়ুয়া পিন্টু, এডভোকেট অরূপ বড়ুয়া তপু, বাবু মিন্টু বড়ুয়া, বাবু মুকুট বড়ুয়া, বাবু শশী বড়ুয়া, বিশিষ্ট ঠিকাদার বংকিম বড়ুয়া, লাইজু রাখাইন, উপ সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া।
কার্যকরি কমিঠিঃ
সভাপতি বাবু রবীন্দ্রনাথ বড়ুয়া, প্রধান সমন্বয়কারী বাবু অরুণ বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি বাবু প্রদীপ বড়ুয়া শিবু, সহ-সভাপতি ডাঃ অনিল বড়ুয়া, সহ-সভাপতি যথাক্রমে বাবু বিকাশ বড়ুয়া, বাবু মদন বড়ুয়া, বাবু বিপক বড়ুয়া, বাবু শুভ দত্ত বড়ুয়া, বাবু সকুার বড়ুয়া, বাবু প্রিয়দর্শী বড়ুয়া, বাবু দ্বিপ্রহর বড়ুয়া, পূর্ণ বর্ধন বড়ুয়া মিঠু, সাধারণ সম্পাদক বাবু স্বপন বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক বাবু মনি কুমার বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক বাবু জগদীশ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক বাবু শ্যামল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু তিলক বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু রিপন বড়ুয়া, দপ্তর সম্পাদক বাবু উৎপল বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু ভুলু বড়ুয়া, প্রচার ও প্রকানা সম্পাদক বাবু সুরেশ বাঙালী, ধর্ম বিষয়ক সস্পাদক বাবু দীপেন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক বাবু তপু বড়–য়া, সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুপানন্দ বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রীমতি বেবী বড়ুয়া, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অরূপ বড়ুয়া, পাঠাগার সম্পাদক বাবু সুত্তনিত্য বড়ুয়া, কার্যকরি সদস্য যথাক্রমে-বাবু রাজু বড়ুয়া, বাবু রিটু বড়ুয়া, সূর্য্য ধন বড়ুয়া, বাবু তপন বড়ুয়া, বাবু রুবেল বড়ুয়া, বাবু লোটাস বড়ুয়া, বাবু রিগেন বড়ুয়া, বাবু বিধান বড়ুয়া, মনথেলা, বাপ্পা বড়ুয়া।