প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের রামু মধ্যম মেরংলোয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, সর্বজনশ্রদ্ধেয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সমীর বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ মে সোমবার তাঁর বাসভবনে ধর্মসভা অনুষ্ঠিত হয়।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংঘদান, ধর্ম ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের বোম্বে অজন্তা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ধর্মরত্ন মহাথের।
এতে ধর্মদেশনা করেন রামু সীমা বিহারের ভদন্ত শীলপ্রিয় ভিক্ষু, প্রয়াত সমীর বাবুর কনিষ্ঠ সন্তান রামুর শান্তিদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষান্তিপায়া ভিক্ষু প্রমুখ।
পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াতের ছোট ভাই, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু মেম্বার।