সোয়েব সাঈদ, বিশেষ প্রতিনিধি:
আমাদের রামু ডটকম:
কক্সবাজারের রামু উপজেলার ৬টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে। আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডে মোট ৩৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ১০ মে মনোনয়ন দাখিল শেষে এ তথ্য জানা গেছে।
রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলাম আমাদের রামু ডটকমকে জানিয়েছেন, রামুতে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৬২ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৫০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এরমধ্যে ফতেখাঁরকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্তের কাছে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ফরিদুল আলম, বিএনপি মনোনীত আবুল বশর বাবু, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর মনোনীত শামীম আহসান ভুলু, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওসমান গনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, স্বতন্ত্র প্রার্থী ইউনুচ ভূট্টো, এডভোকেট মনিরুজ্জামান, খোরশেদ আলম আনচারী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৭ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রাজারকুল ও খুনিয়াপালং ইউনিয়নের রিটার্নিং অফিসার কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকীর কাছে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আবদুর রহিম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সরওয়ার কামাল সোহেল, স্বতন্ত্র প্রার্থী মুফিজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
খুনিয়াপালং ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদ, বিএনপি মনোনীত শাহেদুজ্জামান বাহাদুর, স্বতন্ত্র প্রার্থী আবদুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, জয়নাল আবেদিন, ওসমান সরওয়ার, আলী আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চারমারকুল ও জোয়ারিয়ানালা ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বেদারুল ইসলামের কাছে জোয়ারিয়ানালা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কবির, স্বতন্ত্র প্রার্থী আবছার কামাল সিকদার, হাবিব উল্লাহ, আনিছুজ্জামান, হাবিবুর রহমান ও শরিফুল আলম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১১ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চাকমারকুল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বিএনপি মনোনীত প্রার্থী ফয়সাল কাদের, স্বতন্ত্র প্রার্থী মুফিদুল আলম, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. রফিকুল কাদের, শফিউল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ৪ জুন রামু উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়নসমূহের মধ্যে রয়েছে, ফতেখাঁরকুল, দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল, খুনিয়াপালং, চাকমারকুল ও জোয়ারিয়ানালা।
১১ ও ১২ মে এসব ইউনিয়নে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
এছাড়া রামুর অপর ৫টি ইউনিয়ন যথাক্রমে ঈদগড়, গর্জনিয়া, কচ্ছপিয়া, রশিদনগর ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে।