রামু প্রতিনিধি:
ফুটবল নেতৃত্বের অবদানে সংবর্ধিত হচ্ছেন রামু উপজেলার ক্রীড়া গর্ব তিন সাবেক কৃতি ফুটবলার। ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক এ প্রতিপাদ্যে শনিবার ১৪ মে সন্ধ্যা ৭টায় রামু এভারেষ্ট টিচিং ইনষ্টিটিউটে ফুটবল নেতাদের এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাব এ ফুটবল নেতাদের অভিনন্দন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে।
কক্সবাজার জেলার ফুটবল গর্ব রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য বিজন বড়ুুয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দ্বিতীয় বার সদস্য নির্বাচিত হয়েছেন। রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য সুবীর বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ সম্প্রতি অনুষ্ঠিত কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন।
ফুটবল নেতৃত্বের অবদানের জন্য কক্সবাজার জেলার তিন ক্রীড়াগর্ব ব্যক্তিত্বকে অভিনন্দন ও সম্মাননা প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা পরিষদ ও কার্যকরি পরিষদের সকল কর্মকর্তা, সদস্য সহ ক্রীড়ামোদী মানুষদের ফুটবল নেতাদের এ সংবর্ধনা অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, সম্মাননা প্রদান উপ-পরিষদের আহ্বায়ক, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন রকি।