প্রেস বিজ্ঞপ্তি:
রামুর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আবু নোমান বলেছেন, যারা জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চালিয়েছে ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে কচ্ছপিয়াবাসী তাদের ব্যালট বিল্পবের মাধ্যমে জবাব দেবেন।
ক্ষমতার অপব্যবহার, ভাড়াটে লোকজন দিয়ে নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে যারা ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখেছে তারা ইতিমধ্যেই পরাজয়ের স্বাদ পেয়ে গেছে। প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করার আহবান জানিয়ে আবু নোমান আরো বলেন, অত্যাচার-নির্যাতন, হুমকী-ধমকিতে অতিষ্ঠ কচ্ছপিয়াবাসী এখন নিজেদের অধিকার আদায়ে স্বোচ্ছার হয়েছেন। যেকোন মূল্যে নিজেদের পবিত্র আমানত ভোট দিয়ে প্রকৃত নেতা বেছে নেয়ার জন্য এখানকার সর্বস্তুরের নারী-পুরুষ এখন ঐক্যবদ্ধ রয়েছেন।
কচ্ছপিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগকালে বিএনপি নেতা আবু নোমান এসব কথা বলেন। বৃহষ্পতিবার ১২ মে দিনব্যাপী তিনি কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার, ৫ নং ওয়ার্ডের রুপনগর, শুকমনিয়া এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান মৌলভী মোকতার আহমদ, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, ইউনিয়ন যুবদল সভাপতি মামুন, ছাত্রদল নেতা রেজাউল করিম টিপু, ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ আলম সহ শত শত নেতাকর্মী অংশ নেন।
গণসংযোগকালে এলাকার শত নারী-পুরুষ আবু নোমানকে স্বাগত জানান এবং তাকে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার করেন।