নঈম আল ইস্পাহান, রামু:
তোমায় ছাড়া পৃথিবী ভীষণ শূন্য আমার নিশ্বাসে বিশ্বাস নেই, মৃত্যু নিশাচর।
অবলম্বনে ব্যস্ত গ্রীক সভ্যতার হেলেন তুমি,
তোমার জন্য ভাঙবো প্রাচীর রাজকুমারের বেশ ধরবো,
নিত্য নতুন রুপ ভালোবাসায় সিক্ত তুমি,
যখন ইচ্ছে হবে খুব! নিদ্রায় হোক বা জাগ্রত তুমি, অগ্র প্রেমিকা
ফান, তামাশার কোলাহলে রাখবো শত ভূমিকা।
মিষ্টি, তেতো, রুপের সুরে হিংস্র তুমি সর্পী বৃষ্টিকন্যা,
ছোবল দিবে তাই, মৃত্যুর খাট মাপি।