শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শূক্রবার ভোর রাত ৩ টার দিকে উখিয়ার পালংখালী বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন একটি কুলিং কর্ণারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে ২টি দর্জি দোকান, একটি কুলিং কর্ণার, ২টি ফার্মেসী, ১টি চাউলের দোকান ও ১টি মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা কোন মালামাল বের করতে পারেনি।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানার তদন্ত ওসি মোঃ কায় কিসলু ঘটনাস্থল পরিদর্শন ও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির তালিকা নেওয়া হয়েছে বলে উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন।
আগুনের খবর পেয়ে কক্সবাজার ও টেকনাফ থেকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ১ ঘন্টা পর ঘটনাস্থলে পৌছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, নুরুল আলম, বেলাল দর্জী, গিয়াস দর্জী, বশর, মাবুদ মেম্বারের জামাতার দোকান।
পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান সাহাদাত হোসেন জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। পালংখালী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
উখিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাঈন উদ্দিনি আমাদের রামু ডটকমকে বলেন, অগ্নি কান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হবে।