অনলাইন ডেস্কঃ
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্টেশন কার্ড বিতরণ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। রোববার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
জানা গেছে, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্টেশন কার্ড বিতরণ করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ৪র্থ তলার রেজিস্ট্রেশন শাখা থেকে প্রতিষ্ঠান প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বিজ্ঞপ্তির সাথে জেলাভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সূচিও প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ব্যাংক রশিদের মূল ‘গ্রাহক কপি’ অবশ্যই প্রদর্শন করতে হবে বলে জানানো হয়েছে। ২০১৭-২০১৮ অর্থ বছর পর্যন্ত অ্যাফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণপত্র জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রতিনিধিদের।