হাফিজুল ইসলাম চৌধুরী:
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ ছালামিপাড়া গ্রামের একটি সেগুন বাগান থেকে ইব্রাহিম (৪৮) নামের এক বাঙালি ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১৪ মে সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ইব্রাহিম একই গ্রামের আবদুল কাদেরের ছেলে। সে পেশায় রিক্সা চালক ছিলেন।
নিহত ইব্রাহিমের স্ত্রী দিল বাহার বেগম মুঠোফোনে বলেন, শুক্রবার রাতের আধাঁরে কয়েকজন ব্যক্তি আমার স্বামীর খুঁজে বাড়িতে এসেছিলো। কিন্তু তাদের পরিচয় আমার জানা নেই। এর পর থেকে স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকান্ড কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।