ক্রীড়া ডেস্কঃ
বেশ ঘটা করেই গতবার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছিল রাজশাহী কিংস। রাজশাহীর ‘আইকন’ ঘোষণার দিনে মুশফিক নিজেও বলেছিলেন, ‘আমার বাড়ি বগুড়ায়। আমি রাজশাহী বিভাগেরই ছেলে। সবাই চায় যার যার অঞ্চলের হয়ে খেলতে।’ ২০১৭ বিপিএল শুরুর আগের দিন অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এবার মুশফিককেই ছেড়ে দিল রাজশাহী।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এ বিপিএলে মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হোসেন ও মুমিনুল হককে ধরে রেখেছে। মোস্তাফিজকে ‘আইকন’ হিসেবে রেখে ছেড়ে দিয়েছে মুশফিককে। বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানকে কেন ছেড়ে দিয়েছে রাজশাহী, সেটির ব্যাখ্যা দিলেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক, ‘আমরা দলের সমন্বয় ঠিক রাখতেই মুশফিককে ছেড়ে দিচ্ছি। মুশফিক-মোস্তাফিজ দুজনই আইকন খেলোয়াড়। সে ক্ষেত্রে মোস্তাফিজকে রেখে দেওয়ার কারণ হচ্ছে জানুয়ারির কন্ডিশন বিবেচনা করে দলে একজন ভালো ফাস্ট বোলার দরকার। স্থানীয় বোলারদের মধ্যে মোস্তাফিজকেই আমাদের যথার্থ মনে হয়েছে। মুশফিকও দুর্দান্ত ক্রিকেটার। কঠিন সিদ্ধান্ত ছিল আমাদের জন্য। কিন্তু কন্ডিশনের কথা বিবেচনা করে মোস্তাফিজকে বেছে নিতে হয়েছে।’
কথা হচ্ছে, এবারের বিপিএলে ‘আইকন’ খেলোয়াড় কে কে? জানা গেছে, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যোগ হচ্ছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। আগের বছরের আইকন ক্যাটাগরি থেকে বাদ পড়ছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। আইকন খেলোয়াড়ের বিষয়টি অবশ্য নিশ্চিত করতে পারেননি বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘সবাই ড্রাফট জমা দেওয়ার পর বলতে পারব। এই মুহূর্তে বলতে পারব না।’ তবে ২৫ অক্টোবর খেলোয়াড় ড্রাফটের আগে চিটাগং ভাইকিংসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ভালোই বিপাকে পড়েছে বিসিবি। জালাল ইউনুসের আশা, এ সমস্যার সমাধান হবে দ্রুত, ‘আমাদের আলাপ-আলোচনা চলছে। ওরা কাল-পরশুর মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’
রংপুর রাইডার্সের হয়ে গত বিপিএল মাতিয়েছিলেন দুই মারকুটে ওপেনার ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। গেইলকে রেখে বর্তমান চ্যাম্পিয়নরা ছেড়ে দিয়েছে ম্যাককালামকে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে রুবেল হোসেনকে বাদ দিয়ে ধরে রেখেছে মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম ও মোহাম্মদ মিঠুনকে। কুমিল্লা ভিক্টোরিয়ানস ধরে রেখেছে তামিম, লিটন, ইমরুল কায়েস ও শোয়েব মালিককে। আগামী ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা বিপিএলের ষষ্ঠ পর্ব।