খালেদ হোসেন টাপু, রামুঃ
উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে সারাদেশের মত কক্সবাজারের রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে জাকজমকপূর্ণভাবে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলাকে ঘিরে চারদিকে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে উপচে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সববয়সী নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রামু হাইস্কুল স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী হাইস্কুল স্টেডিয়াম থেকে বের হয়ে রামু প্রধান প্রধান সড়ক ঘুরে মেলাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী, রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর, রামু থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দীন আহমদ, সমাজসেবা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম, সমবায় কর্মকতা সেলিম উল্লাহ, রামু নির্বাচন কর্মকর্তা মাহফুজুল হক, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াছিন আরফাত, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খোন্দকার দেলোয়ার হোসেন, রামু কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, রামুর বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, রামু শিল্পকলা একাডেমীর সধারণ সম্পাদক বশিরুল ইসলাম, রামু উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোজাহিরুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী এলজিইডি আলাউদ্দিন খান প্রমুখ।
আলোচনা সভা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক পরীক্ষিত বড়–য়া টুটুন ও শিল্পী মানসী বড়–য়া।
৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধনের পর স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি। রামু উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ক্রীড়া, স্কুল-কলেজের শিক্ষকসহ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ মেলার উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করেন।
এদিকে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার প্রথম দিন বৃহস্পতিবার কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ অক্টোবর শুক্রবার রয়েছে স্টল প্রদর্শনী, কুইজ/বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। ০৬ অক্টোবর শনিবার সমাপনী দিনে স্টল প্রদর্শনী, কুইজ/বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী। ৩দিন ব্যাপী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন খ্যাতিমান টিভি-বেতার শিল্পী ও ব্যান্ডদল।