অনলাইন ডেস্কঃ
সেইন্ট মার্টিন দীপপুঞ্জকে মানচিত্রে নিজেদের ভূখণ্ড দাবি করায় বাংলাদেশের প্রতিবাদের মুখে তা সরিয়েছে মিয়ানমার।
রোববার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির এক সদস্য সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত দেশটির মানচিত্রে সেইন্ট মার্টিন দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়ে।
এ ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানানো হয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর কমিটির সদস্য ফারুক খান সাংবাদিকদের বলেন, “মিয়ানমার তাদের ওয়েব সাইটে সেইন্ট মার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করে যে তথ্য প্রচার করেছিল আমাদের প্রতিবাদের প্রেক্ষিতে এরইমধ্যে তা সরিয়ে ফেলেছে।”
অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরনের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বৈঠকে।
“অন্য কোথাও এ ধরনের তথ্য আছে কি না আমরা মন্ত্রণালয়কে তা দেখতে বলেছি,” ফারুক খান বলেন।
সংসদীয় কমিটি বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের নেতিবাচক অপপ্রচার মোকাবেলায় সার্বক্ষণিক তৎপর থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে।
ফারুক খান বলেন, “আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশে সরকারের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে কমিটিতে আলোচনা হয়েছে। তারা কোন কোন দেশে কোন ধরনের অপপ্রচার চালাচ্ছে তার কিছু তথ্য মন্ত্রণালয় কমিটির কাছে দিয়েছে। কমিটি এসব অপপ্রচার মোকাবেলায় মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ ও তৎপর থাকতে বলেছে।”
কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কমিটির সদস্য মুহম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন ও মাহজাবিন খালেদ অংশ নেন।
সূত্রঃ বিডিনিউজ