প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথ বড়ুয়া পরলোক গমন করেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার, ৭ অক্টোবর রাত ৮ টা ২০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মাস্টার প্রমথ বড়ুয়া রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধন পাড়ার সম্ভ্রান্ত অরুন বড়ুয়া মহাজনের (প্রজ্ঞাবংশ মহাথের) বড় ছেলে। তিনি রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুমথ বড়ুয়ার বড় ভাই এবং দেশের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়ার বাবা। তাঁর বড় ছেলে মৃন্ময় বড়ুয়া নান্টু আমেরিকা প্রবাসী, মেঝ ছেলে ডা. চিন্ময় বড়ুয়া শান্টু লন্ডন প্রবাসী। একমাত্র কন্যা সুপর্ণা বড়ুয়া সুমি।
এদিকে তার মৃত্যুতে পারলৌকিক সদগতি কামনায় পুন্যদান করেছেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ।
এক বিবৃতিতে পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, রামুর শিক্ষা তথা এই অঞ্চলে শিক্ষা বিস্তারে গুণী এই শিক্ষকের অবদান চিরস্মরণীয়। তাঁর অসংখ্য ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে ভূমিকা পালন করছেন। তাঁর দৃঢ় ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করতো। তিনি তাঁর কর্মের মাঝে আজীবন বেঁচে থাকবেন।