আন্তর্জাতিক ডেস্কঃ
মৃত্যুদণ্ডের সাজার বিধান তুলে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার ইইউর ঢাকা মিশন এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো নীতিগতভাবে মৃত্যুদণ্ডের সাজার বিধানের বিরুদ্ধে। এ ব্যাপারে বিশ্বব্যাপী প্রচারণা অব্যাহত রেখেছে ইইউ।
বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড এমন একটি সাজা, যদি ভুল করে কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে এই সাজা কার্যকর হয়, তাহলে তা সংশোধনের আর কোনো উপায় থাকে না। একজন নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রেও এ ধরনের ভুল হলে তার দায় এড়ানোর সুযোগ কারও থাকে না। এই উপলব্ধি থেকেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউর নীতিগত অবস্থান।
বিবৃতিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যেসব রায়ে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, সেসব ক্ষেত্রে এই সাজা কার্যকর স্থগিত রেখে বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিধান তুলে দেওয়ার পথে একধাপ অগ্রসর হতে পারে।