সংবাদ বিজ্ঞপ্তি:
২১ আগস্ট গ্রেনেট হামলা মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। বিএনপির দাবি এই রায় ফরমায়েশী রায়, রায়কে প্রত্যাখ্যান করে দেশব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
উক্ত সব কর্মসূচী সফল করার লক্ষে রবিবার (১৪অক্টোবর) উখিয়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। মিছিলে যুবদল, ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে এক পথসভায় বক্তারা বলেন, এই রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম, এই রায় গণভবন থেকে পাঠানো রায়। দেশবাসী এই রায়কে প্রত্যাখ্যান করেছে৷ যে দেশে প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে হয় সে দেশে সুষ্ঠু বিচার আশা করা স্রেফ বোকামী৷ বিএনপি জনগণকে সাথে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে তাই সবাইকে অতিতের মত বিএনপির সাথে থাকতে হবে।