আব্দুল হামিদ, বাইশারীঃ
“হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পাড়াকর্মী, মাঠ সংগঠক ও প্রাক-প্রাথমিকের শিশুদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় উত্তর বাইশারী পাড়া কেন্দ্র-২ থেকে সিনিয়র মাঠ সংগঠক নিগার সোলতানার নেতৃত্বে এক র্যালি বের করা হয়। র্যালিটি উত্তর বাইশারীর বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিন শেষে পূনরায় পাড়া কেন্দ্রে মিলিত হয়।
র্যালিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সাধারন সম্পাদক নুরুল আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও বাইশারী মডেল নুরানী এবতেদায়ী মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ, স্কুল ফিডিং প্রোগ্রামের এফএম মোঃ ওসমান সরওয়ার কাজল, সিনিয়র মাঠ সংগঠক অংমাচিং চাক, মনোয়ারা বেগম প্রমুখ।
এছাড়া র্যালিতে পাড়াকর্মী ও প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে পাড়াকর্মীরা শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ভাবে হাত ধোয়ার অনুশীলন সহ প্রশিক্ষন প্রদান করেন।